নীলফামারীতে মাশরুম চাষের প্রশিক্ষণ
প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২৫, ০০:০০
স্টাফ রিপোর্টার, নীলফামারী
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া অফিসের আয়োজনে দুইদিন ব্যাপী আয়বদ্ধক মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ বুধবার শেষ হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারী সদরের সহযোগিতায় সদর উপজেলার চারটি ইউনিয়নের বিভিন্ন স্তরের ১৭জন নারী ও পুরুষকে নিয়ে এ প্রশিক্ষণ হয়।
সদরের হারোয়া মিশন হল রমে 'সুস্থ সবল দেহ চান, নিয়মিত মাশরুম খান' এই শ্লোগান নিয়ে মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আতিক আহমেদ ও উদ্যোক্তা হাবিবুর রহমান।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া অফিসের প্রোগ্রাম অফিসার মৈত্রী স্নাল জানান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্ম এলাকা পলাশবাড়ী, খোকশাবাড়ী, টুপামারী ও পৌর এলাকার বেকার যুবক, ইউপিজি সদস্য, উৎপাদক দলের সদস্য এবং আরসি পরিবারের সদস্যসহ মোট ১৭জন নারী ও পুরুষকে রবিবার ও সোমবার আয়বদ্ধক মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। আগামী ফেব্রয়ারী মাসে মাশরুম স্পন (বীজ) ও উপকরণ প্রদান করা হবে।