অগ্নিকান্ডে কারখানা, সবজির আড়ৎ ও বসতঘর ছাই
প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২৫, ০০:০০
স্বদেশ ডেস্ক
নারায়ণগঞ্জের ফতুলস্না, গাজীপুর ও নীলফামারীর ষৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ফতুলস্নায় পলিথিন কারখানা, গাজীপুরে ফল ও সবজির আড়ৎ এবং সৈয়দপুরে ৯টি পরিবারের ১৪টি ঘর পুড়ে যায়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান কয়েক কোটি টাকা বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন। প্রতিিিনদরে পাঠানো খবরে বিস্তারিত-
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের ফতুলস্নায় আল মদিনা ট্রেডার্স নামে একটি পলিথিন কারখানা ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে পুরো কারখানায় পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। গত মঙ্গলবার দিনগত রাত ১টায় ফতুলস্নার পঞ্চবটি মর্ডাণ হাউজিংয়ের পিছনে অবস্থিত কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
কারখানার মালিক সুমন জানান, রিপন নামে আরেকজনসহ দুইজনের মালিকানাধীন আল মদিনা ট্রেডার্স কারখানা। এখানে পলিথিনের দানা তৈরি করা হয়। সঙ্গে কুন কাটুন ও সুতার গোডাউন ছিল। রাতে কারখানার পাশে কারা যেনো আতশবাজি করে। ধারণা করা হচ্ছে আতশবাজির স্ফুলিঙ্গ কারখানার শুকনো মালে পড়ে আগুন ধরে যায়। এতে কারখানার মেশিন, কাচা মাল, তৈরিকৃত পলিথিনের দানা, কুন কাটুন, সুতা সবই পুড়ে গেছে। তাৎক্ষনিক ক্ষতির পরিমান হিসেব ছাড়া বলা যাচ্ছে না।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ পরিচালক আব্দুলস্নাহ আল মামুন জানান, খবর পেয়ে পাগলা, ফতুলস্না ও মন্ডলপাড়া স্টেশন থেকে ৬টি ইউনিট এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস মোড় এলাকায় সামসুদ্দীন সরকার কাঁচা বাজার আড়তে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার সকাল সোয়া ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। ভোগড়ার মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, ভোগড়া বাইপাস মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ফল ও সবজির আড়তে আগুন লাগে। সকাল সাড়ে আটটার দিকে অগ্নিকান্ডের খবর পাওয়ার ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের ৩টি এবং জয়দেবপুর ফায়ার স্টেশনের আরো ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। একটি দোকানে বৈদু্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে আড়তের ১৪টি দোকান ও মালামাল পুড়ে গেছে।
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর সৈয়দপুরে আগুনে ৯ পরিবারের ১৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের দেড়ানী সুতারপাড়া এলাকায় আগুনে ১৪টি ঘর, আসবাবপত্র, নগদ টাকা, ধান-চাল, গরু-ছাগল পুড়ে যায়। এতে আনুমানিক প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এ দিকে কয়েকদিন ধরে এ অঞ্চলে শীতের প্রকোপ বাড়ায় এ অগ্নিকান্ডে সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্ত পরিবারের ৪০ জন সদস্য শীতের প্রকোপে চরম ভোগান্তিতে পড়েছেন। স্থানীয়রা জানান, গ্রামের বাচ্চু মামুদের বাড়ি থেকে এই আগুন সূত্রপাত ঘটে। তবে আগুনের সঠিক উৎস জানা যায়নি। আগুনে বাচ্চু মামুদের বসত-ঘরসহ ৬টি, হাফিজুল হকের ২টি, শরিফুলের ২টি, মন্টু মিয়ার ২টি এবং ছোবেদ আলির ২টি ঘরসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে রংপুর জেলার তারাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে সৈয়দপুর উপজেলা ফায়ার সার্ভিস দলও ঘটনাস্থলে আসে।
তারাগঞ্জ ফায়ার সার্ভিসের সাব অফিসার মিজানুর রহমান বেগ জানান, আগুনের সূত্রপাত কীভাবে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে চুলার আগুন বা বিদু্যতের শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে।