আড়াইহাজারে একই দিনে দুই তরুণীর আত্মহত্যা
প্রকাশ | ৩১ জানুয়ারি ২০২৫, ০০:০০
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একই দিনে একই গ্রামে প্রেয়সী (২১) ও আনিকা (২০) নামে দুই তরুণী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। দাম্পত্য কলহের
কারণে আত্মহত্যার ঘটনাগুলো ঘটেছে বলে জানা গেছে। পুলিশ দুই লাশই বুধবার উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গ্রহণ করেছে পৃথক দুটি ইউডি মামলা। ঘটনাগুলো ঘটেছে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায়।
পুলিশ ও এলাকাবাসি জানায়, বুধবার সকালে পুলিশ প্রেয়সী (২১) নামে এক সন্তানের জননীর ঝুলন্ত লাশ তার পিত্রালয় থেকে উদ্ধার করেছে। নিহত প্রেয়সী ওই গ্রামের ফয়সালের স্ত্রী এবং একই গ্রামের মোখলেসের কন্যা। তা ছাড়া একই দিন বিকেলে পুলিশ আনিকা (২০) নামে এক গৃহবধূর লাশ তার স্বামীর বাড়ী বালিয়াপাড়া থেকে ঘরের আঁড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগনো ও ঝুলন্ত
অবস্থায় উদ্ধার করেছে। নিহত আনিকা ওই গ্রামের মিজানুর রহমানের স্ত্রী। আড়াইহাজর থানার ওসি এনায়েত হোসেন আগ্মহত্যার বিষূটি নিশ্চিত করেছেন।