'সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়ব'

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

রূপসা (খুলনা) প্রতিনিধি
কেন্দ্রীয় বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বিএনপি উন্নয়ন ও শান্তির রাজনীতিতে দেশ গড়বে। সবাইকে সঙ্গে নিয়ে, সবার সহযোগিতায় উন্নয়নশীল দেশ গড়ার জন্য বিএনপি কাজ করে যাচ্ছে। তাই যারা সন্ত্রাস, লুটপাট ও দখল বাজি করবে তার কখনো বিএনপির কর্মী হতে পারে না। গত সোমবার বিকালে রূপসার টিএসবি ইউনিয়ন বিএনপি আয়োজিত সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপি আহবায়ক মনিরুজ্জামান মন্টু। টিএসবি ইউনিয়ন বিএনপির আহবায়ক আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোমরেজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, সাবেক যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোলস্না খায়রুল ইসলাম প্রমুখ।