আটপাড়া বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রশিদের স্মরণসভা
প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার আটপাড়ায় উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রশিদ আহমেদের ১০ম মৃতু্যবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্মরণ সভা ও দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হক, সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক ও বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম শফিকুল কাদের সূজা, নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির সভাপতি আমিনুল ইসলাম মুকুল,নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির পিপি আবুল হাসেম তালুকদার, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এসএম মনিরুজ্জামান দুদু, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাছুম চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, সাবেক সভাপতি খায়রুল কবীর, নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী প্রমুখ।