পার্বতীপুরে নতুন সদস্য সংগ্রহ শুরু রক্তযোদ্ধাদের
প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে রক্তযোদ্ধা পার্বতীপুর কেন্দ্রীয় কমিটির আওতায় নতুন সদস্য সংগ্রহ শুরু হয়েছে। সোমবার থেকে সংগঠনের সদস্য সংগ্রহ শুরু করা হয়েছে এবং ২৫ ফেব্রম্নয়ারী পর্যন্ত এ কার্যক্রম চলবে।
জানা গেছে,পার্বতীপুর উপজেলা শহরে প্রতিষ্ঠিত 'রক্তযোদ্ধা পার্বতীপুর' একটি সামাজিক সংগঠন। বিগত ২০২০ সাল থেকে পার্বতীপুরসহ গোটা বাংলাদেশের সামাজিক কাজ করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সংগঠনটি। সংগঠনের কাজকে গতিশীল করা এবং আরও প্রসারিত করার লক্ষ্যে সদস্য সংগ্রহ শুরু করা হয়েছে। যারা স্বেচ্ছায় মানবিক ও সামাজিক কাজ করতে চান বা আগ্রহী তাদের সদস্য করা হচ্ছে।
রক্তযোদ্ধা পার্বতীপুর সংগঠনটি, নিজস্ব ফান্ড দ্বারা পরিচালিত হয়ে আসছে ৫ বছর ধরে। আগামীতেও এ ভাবেই পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সিরাজুল ইসলাম, রিমন, সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি ও এরফার খান লাল সভাপতি রক্তযোদ্ধা পার্বতীপুর সমাজ কল্যাণ সংগঠন।