১২ দিন পর লাশ উদ্ধার
প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাহুতকাঠী ও উজিরপুর উপজেলার শিকারপুর খেয়া ঘাটের ট্রলার চালক মাহবুল(৫২) কে অপহরণের ১২ দিন পর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় দীর্ঘ ৭ ঘন্টার চেষ্টায় বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের মোলস্নার হাট এলাকার তিন নদীর মোহনা থেকে ফায়ার সার্ভিসের ডুবরী দলের সহায়তায় মাহাবুলের পচাঁগলা লাশ উদ্ধার করে বাবুগঞ্জ থানা পুলিশ। এর আগে সোমবার দিবাগত রাতভর বাবুগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম এর নেতৃত্বে হত্যার সাথে জড়িত ৬ জনকে আটক করে পুলিশ। গ্রেফতার হত্যার মাষ্টার মাইন্ড মাহাবুলের ভাতিজা সুজন হাওলাদার(২৪) ও ভাইগ্না রিয়াদ (২২) কে নিয়ে কেদারপুর ইউনিয়নের মোলস্নার হাট এলাকার তিনি নদীর মোহনায় উদ্ধার অভিযান চালায় বাবুগঞ্জ থানা পুলিশ। দীর্ঘ ৭ ঘন্টার শ্বাসরুদ্ধকর উদ্বার অভিযানে নিখোঁজ মাহাবুলের পচাঁগলা মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকারী টিম। এদিকে ট্রলার চালক মাহবুল অপহরণের পর উদ্ধার, বিচারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন, সড়ক অবরোধের ভিডিও ও ছবিতে গ্রেফতার হওয়া আসামীদের দেখা যায়।