রামগতিতে ২০ দোকান পুড়ে ছাই
প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি
লক্ষ্ণীপুরের রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে চর গাজী ইউনিয়ন কাজী অফিসসহ প্রায় ২০ টি দোকান ঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ও স্থানীয় ব্যবসায়ীরা। মঙ্গলবার (১১ ফেব্রচ্য়ারি) ভোর ৬ টার দিকে উপজেলা রামগতি হাট বাজারের মীররোডের ব্যাবসায়ী মাসুদের জ্বালানি তেল ও সিলিন্ডার গ্যাসের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে জানান প্রত্যেক্ষদর্শীরা।
পুড়ে যাওয়া দোকানগুলো হলো মাসুদের তেল-গ্যাসের দোকান, চর গাজী ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার (কাজী) আবদুজ্জাহেরের কাজী অফিস, ইব্রাহিম খলিল ও নুর উদ্দিনের মুদি দোকান, উত্তম সাহা ও রাশেদুলের হার্ডওযার দোকান, জাহের মোলস্না খাওয়ার হোটেল, মাইন উদ্দিন, ছারোয়ার ও আবদুল বাচেতের ঔষুদের দোকান, মা ভেটেনারি, আমিরের জুতার দোকান, হেলাল ষ্টোর, নাহার মঞ্জিল ও মা স্টুডিও, ধনু, জামাল উদ্দিন ও দিদারের তরকারি দোকান, যতনের সেলুন।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন বলেন, ফায়ারসার্ভিস এবং উপজেলা ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কে ক্ষতিগ্রস্ত পরিমান নিরূপণ করে ব্যবসায়ীদের তালিকা তৈরী করার জন্য বলা হয়েছে।