আহতদের পাশে ফরিদপুর জেলা পরিষদ
প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ফরিদপুর প্রতিনিধি
জুলাই আগষ্টের বৈষ্ণম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাড়িয়েছে ফরিদপুর জেলা পরিষদ। বুধবার বেলা সাড়ে ১১ টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদের সহযোগিতার গুরুতর আহত দশজনকে আর্থিক সহায়তা করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হোসেন মোলস্নার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকতা, মোঃ বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, ছাত্র আন্দোলনের জেলার সমন্বয়ক সোহেল রানা, মেহেদী হোসেন, আনিসুর রহমান প্রমুখ। ফরিদপুর জেলায় জুলাই - আগষ্ট ১৪৭ জন আহত, সাত জন নিহত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে।