আওয়ামী লীগ নেতা আটক
প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
খুলনা প্রতিনিধি
খুলনা মহানগরী থেকে মংলা আওয়ামী লীগ নেতা নাসির হাওলাদারকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে আড়াই ঘন্টা ধরে সোনাডাঙ্গা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে যৌথবাহিনী তাকে আটক করে। পুলিশ জানায়, নাসির হাওলাদার নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলকায় তার নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিত্বে যৌথ বাহিনী মঙ্গলবার রাত আনুমানিক ১০ টার দিকে তার বাড়ি ঘিরে ফেলে। প্রায় আড়াই ঘন্টা অভিযানের পর রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে তাকে আটক করতে সক্ষম হয়। ওই রাতে তাকে সোনাডাঙ্গা মডেল থানায় নিয়ে যাওয়া হয়। তিনি সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের ঘনিষ্ট সহযোগি। তার বিরুদ্ধে মোঃলা ও রামপাল থানায় একাধিক মামলা রয়েছে। তিনি সোনা চোরাচালানীর সাথে জড়িত বলে জানা গেছে।