আট জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম, খুলনা, নাটোরের সিংড়া, সুনামগঞ্জের শান্তিগঞ্জ, কুড়িগ্রামের উলিপুর ও চিলমারী, কুমিলস্নার নাঙ্গলকোট, হবিগঞ্জের মাধবপুর এবং ফরিদপুরের ভাঙ্গা থেকে ওই ১৫ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
চট্টগ্রাম বু্যরো জানেিয়ছে, চট্টগ্রাম নগরীতে মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজা এবং ১২২ বোতল ফেন্সিডিলসহ মো. আজিম উদ্দিন (২৩) ও মো. সৌরভ চৌধুরী (২৮) নামে দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছের্ যাব-৭।
বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞ?প্তির মাধ্যমে এ তথ্য নি?শ্চিত করের্ যাব। গত বুধবার চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন পাহাড়তলী রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আজিম উদ্দিন কুমিলস্না জেলার চৌদ্দগ্রাম থানাধীন রাচবলস্নভপুর এলাকার মৃত সিদ্দিক আহমদের ছেলে ও সৌরভ চৌধুরী চট্টগ্রামের সন্দ্বীপ থানাধীন বাউরিয়া এলাকার হালিম চৌধুরীর ছেলে।
র্
যাব-৭ সূত্রে আরও জানা যায়,র্ যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালের্ যাব সদস্যরা তাদের গ্রেপ্তার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামিদের জিজ্ঞাসাবাদ ও তলস্নাশিকালে তাদের হাতে থাকা দুইটি শপিং ব্যাগে ১০ কেজি এবং ১২২ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
র্
যাব জানায়, গ্রেপ্তারদের নগরীর ডবলমুরিং মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
খুলনা অ?ফিস জানায়, লুন্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। বুধবার সন্ধ্যায় রায়েরমহল হামিদনগর এলাকায় অভিযান পরিচালনা করে হারিণটানা থানা পুলিশ।
কেএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া এ্যান্ড সিপি) আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেন।
শরিয়তপুর জেলার পালং সদর মডেল থানা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত অপরাধীরা ডাকাতি করে নগরী এলাকায় এসে আশ্রয় নিয়েছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় ডাকাত দলের সদস্য মোরশেদ মিয়া (২৭)-কে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে পালং সদর মডেল থানা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় নিজে জড়িত বলে স্বীকার ছাড়াও তার সহযোগীদের নাম প্রকাশ করেন।
তার দেওয়া তথ্য মতে, খানজাহান আলী থানা এলাকা হতে ডাকাত দলের সদস্য মিলন মোলস্না (৩০) এবং দৌলতপুর থানা এলাকা হতে মেহেরাজ হাওলাদার (৫২)-কে গ্রেপ্তার করা হয়।
নাটোর প্রতিনিধি জানান, নাটোরের সিংড়ায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রাব্বানী রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ২টায় পৌর শহরের শোলাকুড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গোলাম রাব্বানী রনি সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর শহরের শোলাকুড়া মহলস্নার আমিনুল ইসলামের ছেলে। সিংড়া থানার ওসি আসমাউল হক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৮ সালের ঘটনায় গত বছরের সেপ্টেম্বর মাসে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, শান্তিগঞ্জ উপজেলায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে মো. শহিদ মিয়া নামের এক আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যা ৬টায় উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শহিদ উজানীগাঁও গ্রামের হাতিম উলস্নাহ্র ছেলে ও শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। আইনী প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।
শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী বলেন, 'অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আমরা তাকে গ্রেফতার করেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।'
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় উপজেলা আওয়ামী ওলামা লীগের সাধারণ সম্পাদক উলিপুর বহুমুখী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলা চত্তর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শফিকুর রহমান উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফড়া এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদুল হুদা সংলগ্ন এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করা হয়। এ ঘটনার পর গত ২১ নভেম্বর মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উলেস্নখ করে থানায় মামলা করেন।
উলিপুর থানার ওসি জিলস্নুর রহমান বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজ?তে পাঠানো হয়েছে।
নাঙ্গলকোট (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগসহ চার নেতাকে গত বুধবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
তারা হলেন- উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের পানকরা গ্রামের মৃত আবু তাহেরে ভূঁইয়ার ছেলে ও ওই ইউপির আ'লীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন ভূঁইয়া (৫৯) এবং আদ্রা উত্তর ইউপির দক্ষিণ শাকতলী গ্রামের মৃত সফিকুর রহমানের ছেলে ও ইউপি আ.লীগ নেতা মাস্টার মাহবুল হক(৬০), ঢালুয়া ইউপির ঢালুয়া গ্রামের মৃত.আবুল হোসেনের ছেলে ও ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বাবুল মিয়া (৫০), এবং হেসাখাল ইউপির পাটোয়ার গ্রামের মেসবাহুল ইসলামের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি কামরুল হাসান (২৯)।
নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক জানান, চলমান অপারেশন ডেবিল হ্যান্ট অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছেন।
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের মাধবপুরে ডেবিল হান্ট অভিযানে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পরিতোষ মালাকারকে (৩৬) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তিনি মাধবপুর পৌর শহরে মালাকার পাড়ার চন্দন মালাকারের ছেলে। বৃহস্পতিবার ভোর রাতে পৌর এলাকার মালাকার পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের চিলমারীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে রমনা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা নুর ই এলাহী তুহিনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার জোড়গাছ নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
একই রাতে আ'লীগের আরও দুই কর্মীকে গ্রেপ্তার করে বিশেষ বাহিনী। তারা হলেন- জাফিউল ইসলাম (৩২) ও সাগর মিয়া (২৬)।
চিলমারী থানার অফিসার ইনচার্জ মোশাহেদ খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় আটকে রেখে মুক্তিপণ দাবি ও মৃতু্যর ঘটনার মামলায় ভাঙ্গার মানব পাচারচক্রের সদস্য আনোয়ার মাতু্ব্বরকে (৪৫) গ্রেপ্তার করেছের্ যাব। গত বুধবার ঢাকা জেলার দোহার এলাকায় অভিযান চালিয়ে ভাঙ্গা থানার মানবপাচার মামলার এজাহার নামীয় প্রধান আসামি আনোয়ার মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার অপরাধ স্বীকার করেছেন বলে জানা যায়।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদুর রহমান বলেন, মানব পাচার মামলার প্রধান আসামি আনোয়ার মাতুব্বরকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে। তাকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে ফরিদপুর জেল হাজতে পাঠানো হয়েছে।