ভূঞাপুরে অতিথি না করায় ক্রীড়া প্রতিযোগিতা বন্ধের অভিযোগ

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাথমিক শিক্ষাপদক ক্রীড়া প্রতিযোগিতায় অতিথি না করায় ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ করে দেন বিএনপি নেতারা বলে অভিযোগ পাওয়া গেছে। সারা দেশের সঙ্গে একযোগে প্রাথমিক শিক্ষাপদক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ভূঞাপুরে ৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বৃহস্পতিবার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে অর্জুন ইউনিয়নের জগৎপুরা উত্তর প্রাথমিক বিদ্যালয় ভ্যেনুতে ২৩ বিদ্যালয়ের প্রতিযোগিতা শুরু হলে বিএনপি নেতাদের দাওয়াত না দেওয়ায় ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ করে দেওয়া হয়। জগৎপুরা উত্তর প্রাথমিক বিদ্যালয় ভেনু্যতে দুর্গম চরাঞ্চলসহ ২৩ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে আসে। আকস্মিকভাবে প্রতিযোগিতা বন্ধ করে দেওয়ায় ফিরে যায় শিক্ষার্থীরা। নেতৃবৃন্দ জানান, অর্জুনা ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়ামত আলীকে ফোন করলে, তার সহযোগী হাকিম ডাক্তার ফোন রিসিভ করে জানান, 'সাবেক মন্ত্রী ও বিএনপির নেতৃবৃন্দদের নাম দাওয়াতপত্রে না দেওয়ায় আমরা প্রতিযোগিতা বন্ধ রেখেছি।' বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন বলেন, 'আমরা নেতৃবৃন্দকে দাওয়াত দিয়েছি। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে তাদের না ডাকার অজুহাতে তারা ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ করে দেন।' উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু জানান, 'বিষয়টি আমি অবগত নই।' উপজেলা শিক্ষা অফিসার, মাহবুবুর রহমান জানান, 'বিষয়টি আমি জেনেছি। বিস্তারিত জেনে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করব।' উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুন বলেন, 'অভিযোগ পাইনি, পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'