বিভিন্ন দাবিতে ৩ জেলায় মানববন্ধন
প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
স্বদেশ ডেস্ক
পঞ্চগড়ে সরকারি হাসপাতালে চিকিৎসক পদায়নের দাবিতে নাগরিক কমিটি মানববন্ধন করেছে। এদিকে, ফেনীতে সরকারী কলেজের বেদখল হওয়া জায়গা উদ্ধারের দাবীতে শিক্ষার্থীদের এবং নরসিংদীর মাধবদী ও বাবুরহাট দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় ল্যানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ পঞ্চগড়ের সব সরকারি হাসপাতালে চিকিৎসক সংকট দূর করারসহ চিকিৎসা খাতে বৈষম্য দূর করার দাবিতে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক কমিটি পঞ্চগড়ের তরুণরা। বৃহস্পতিবার জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে দাঁড়িয়ে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ফজলে রাব্বি, জাতীয় নাগরিক কমিটি পঞ্চগড়ের প্রতিনিধি নয়ন তানবীরুল বারী, আতাউর রহমান সানি, শিশির আসাদ, হাবিবুর রহমান, বায়েজিদ বোস্তামিসহ জেলা ও উপজেলা থেকে আসা প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
ফেনী প্রতিনিধি জানান, ফেনী সদর হাসপাতালের পূর্ব পাশে ভূমিদসু্য কর্তৃক ফেনী কলেজের বেদখল হওয়া জায়গা উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধনে কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল হালিম মানিক, ছাত্রশিবিরের সভাপতি মো. ইউনুস, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি সাইফুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল আজিজ, মুহাইমিন তাজিম ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ফখরুল ইসলাম পলাশ।
মাধবদী (নরসিংদী) প্রতিনিধি জানান, মাধবদী ও বাবুরহাট দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় লেনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দাবি না মানলে আগামী ২৩ ফেব্রম্নয়ারি ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া হয়।
বৃহস্পতিবার মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মাধবদী বাবুরহাট রক্ষা বাস্তবায়ন কমিটির উপদেষ্টা আবু ছালেহ চৌধুরীর নেতৃত্বে উপস্থিত ছিলেন মাধবদী বাবুরহাট রক্ষা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন আনু, আব্দুল বাতেন শাহিন, আনোয়ার হোসেন, মফিজুল ইসলাম, মকবুল হোসেন, রফিকুল ইসলাম, বোরহান উদ্দিন, কাজী ইয়াকুব, আব্দুল লতিফ, হাবিবুর রহমান, সোলাইমান ভূইয়া, আজহারুল ইসলাম, নজরুল ইসলাম সানি, এহতেশামুল হক মাসুম, নুরুল হক, দুলাল ভান্ডারি, খন্দকার মাহাবুব, মাহবুবুল আলম প্রমুখ।