'যারা ছাত্রদের ওপর গুলি করার নির্দেশ দেয় তাদের বিচার বাংলার মাটিতে হবে'
প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
'যে দল কিংবা দলের নেত্রী সাধারণ ছাত্রদের উপর গুলি করার নির্দেশ দেয় তাকে ভারত থেকে এনে বাংলার মাটিতে বিচার করা হবে বলে জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।
বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর বেলাবো উপজেলার নারায়নপুর রাবেয়া মহাবিদ্যালয় ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
নারায়নপুর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক বিলস্নাল হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাদ্দাম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস.এম শৈবাল হোসেন, নরসিংদী জেলা কৃষকদলের আহবায়ক সফিকুল ইসলাম আপেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির উদ্দীন, জেলা কৃষক দলের সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্স, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক বিলস্নাল হোসেন, বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরদার জাকির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম শাজাহান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কয়েস মিয়া, উপজেলা কৃষকদলের আহবায়ক সোহরাব হোসেন টিটু প্রমুখ।