কাশিয়ানীতে বিএনপির বর্ধিত সভা

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
দেশে আধুনিক গণন্ত্রের মুল কারিগর ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বহুদলীয় রাজনৈতিক ব্যাবস্থার রুপকার এবং আধুনিক সংস্কারক ছিলেন। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাজপাট কালেজ মাঠে শনিবার রাজপাট ইউনিয়ন বিএনপি আয়োজিত বর্ধিত সভায় জাতীয়তাবাদী দলের সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শেখ সেলিমের সঞ্চালনায় সভাপতি মো. গোলাম মোস্তফা মোল্যার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলার স্বনামধন্য আইনজীবি জি.পি এমএ আলম সেলিম। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিএনপির সভাপতি রাহেলা বেগম,উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ হাসানুজ্জামান মিল্টন,যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ হিরো মৃধা,দপ্তর সম্পাদক মোঃ শহিদুল আলম মুন্না,বিএনপি নেতা কমলেস ঘোষ, ডাঃ মোঃ সোহানুর রহমান সোহান,যুবদলের আহবায়ক মুনশী মোঃ এনামুল হক শিমুল,সদস্য সচিব মোঃ আরিফুর রহমান পাবেল, জেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ মতিউর রহমান রনি, সেচ্ছা সেবক দলের আহবায়ক ফোরকান শরীফ টিটো, ছাত্রদলের সভাপতি মোঃ আমিরুল ইসলাম সোহেল প্রমুখ।