রাজশাহীতে স্ত্রীর লাশ উদ্ধার, স্বামী লাপাত্তা

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

রাজশাহী অফিস
রাজশাহী নগরে ভাড়া বাড়ি থেকে এক নারীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘরের মেঝেতে হেলেনা আক্তার (৩৫) নামের ওই নারীর লাশটি পড়ে ছিল। শনিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। ওই নারী নগরের চন্দ্রিমা থানার নামো ভদ্রা রেললাইনের পাশে একটি বাড়িতে ভাড়া থাকতেন। তার স্বামীর নাম আলমগীর হোসেন রয়েল। তিনি হেলেনাকে দ্বিতীয় বিয়ে করেছিলেন। এই বিয়ের পর থেকে পরিবারের সঙ্গে তার চলাচল ছিল না। আলমগীরকে খুঁজে পা"েছ না পুলিশ। হেলেনা দুবছর আগে সৌদী আরবে ছিলেন। সেখানে তিনি গৃহকর্মী হিসেবে দুই বছর চাকরি করেছেন। নিহত নারীর মা ও ভাই পুলিশের কাছে দাবি করেছেন যে, শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় হেলেনাকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বিষয়টি নিশ্চিত হতে পারেনি। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন জানান, হেলেনার আগের স্বামীর একজন ছেলে আছে। সে মাদ্রাসায় আবাসিক থাকে। দ্বিতীয় স্বামীকে নিয়ে হেলেনা একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন।