তিস্তার পানির হিস্যার দাবিতে কর্মসূচি

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

রংপুর প্রতিনিধি
রংপুর অঞ্চলের ৫ জেলায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও ন্যায্য পানির হিস্যার দাবিতে আগামীকাল সোমবার থেকে দুইদিনব্যাপী ৪৮ ঘন্টা লাগাতর কর্মসূচি পালন করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন। গতকাল শনিবার সকালে স্থানীয় একটি আবাসিক হোটেলে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন, রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়ক সামসুজ্জামান সামু, সদস্য অ্যাডভোকেট মাহফুজুন নবী ডন, আনিসুর রহমান লাকু, সাইফুল ইসলাম, এমদাদুল হক ভরসা, সালেকুজ্জামান ছালেক প্রমুখ।