নড়াইলে জেলা বিএনপির সম্মেলন আজ
প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
মোঃ আল আমিন, নড়াইল
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নড়াইলে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৬ই ফেব্রম্নয়ারী প্রধান অতিথি হিসেবে অনলাইনে মাধ্যমে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কাউন্সলিররা সরাসরি ভোটে মাধ্যমে নেতা নির্বাচন করবেন। সভাপতি পদে বর্তমান জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম (চেয়ার) ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী মন্ডল (মটরসাইকেল), সাধারন সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম (দেওয়াল ঘড়ি), বর্তমান সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ (আনারস) ও অ্যাডভোকেট কামরুল ইসলাম (ছাতা) প্রতিকে এবং সাংগঠনিক সম্পাদক পদে জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান( গোলাপফুল), যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড. মাহবুব মোর্শেদ জাপল (তালা) এবং খন্দকার ইজাজুল হাসান বাবু (মাছ) প্রতিকে প্রতিদ্বন্ধিতা করছেন। এ সম্মেলনের মাধ্যমে বিএনপি আরো সংগঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, আমাদের প্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৬ই ফেব্রম্নয়ারী প্রধান অতিথি হিসেবে অনলাইন মাধ্যমে সম্মেলনে যুক্ত থাকবেন।