নাটোর চিনিকলের আখ মাড়াই শেষ

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

নাটোর প্রতিনিধি
নাটোর চিনিকলের ৪১তম ২০২৪-২০২৫ আখ মাড়াই মৌসুম সমাপ্ত ঘটেছে। দীর্ঘ অনেক বছর পর আখ মাড়াই ও চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। শনিবার সকালে আখ মাড়াই কার্যক্রম সমাপ্ত ঘটে। চিনিকল সুত্রে জানা গেছে, ২০২৪-২৫ আখ মৌসুমে ৬০ কার্যদিবসে ৯০ হাজার মেট্রিক টন আখ মাড়াই এবং ৫ হাজার ১৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কার্যক্রম শুরু হয়। লক্ষ্যমাত্রা অতিক্রম করে ১৪ দিন বেশি করে ৭৪ কার্যদিবসে ১ লাখ ৭ হাজার ৯৯ মেট্রিকটন আখ মাড়াই করে ৬ হাজার ১৪৯মেট্রিক টন চিনি উৎপাদন করে। এবং চিনি আহরণের ৫.৭০ লক্ষ্যমাত্রা নিয়ে অর্জিত হয় ৫.৯০। নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আখলাছুর রহমান জানান, দীর্ঘ অনেক বছর পর নাটোর চিনিকল আখ মাড়াই ও চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করেছে। এবং সময় মতো চাষীদের সার, বীজ, ঝণ সহায়তা এবং আখের মূল্য দ্রম্নত পরিশোধ করায় লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে।