কোম্পানীগঞ্জে বিএনপির শীতবস্ত্র বিতরণ
প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্সু্যরেন্স এবং মেট্রো হোমসের চেয়ারম্যান ফখরুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার ছোটভাই আবদুল কাদের মির্জাকে দিয়ে নিজ এলাকায় চাঁদাবাজির সাম্রাজ্য গড়ে তুলেছিলেন।
শুক্রবার সন্ধ্যার পূর্বে উপজেলার মধ্য চরকাঁকড়া উচ্চ বিদ্যালয় মাঠে চরকাঁকড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ছয় শতাধিক গরিব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় চরকাঁকড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন মেম্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক, সদস্য একরামুল হক মিলন মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক মহিন উদ্দিন ছোটন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক তাজুল ইসলাম স্বপন, চরকাঁকড়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি গিয়াস উদ্দিন খান, উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক নুর নবী আহমেদ প্রমুখ।