রাজশাহীতে ক্রিকেট টুর্নামেন্ট
প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
রাজশাহী অফিস
রাজশাহীতে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
টুর্নামেন্ট উদ্বোধন করেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। এ টুর্নামেন্ট ৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় অংশ নেন রাজশাহী সড়ক পরিবহন গ্রম্নপ ও কুমার পাড়া রাইডারস। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মোজাদ্দেদ জামানি সুমনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ সুইট। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন সহ- সম্পাদক এ্যাডভোকেট শফিকুল ইসলাম মিলন, জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার।