রাজবাড়ীতে বিতর্ক উৎসব অনুষ্ঠিত

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী
রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের উদ্যোগে দুই দিন ব্যাপী বিতর্ক উৎসব রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনয়তনে শুরু হয়েছে। শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খন্দকার আশরাফুল মুনিম। এবারের উৎসবের প্রতিপাদ্য 'সবাই মাড়িয়ে যাচ্ছে যাক, মাথা উচু রাখো ঘাস, একদিন তোমার কাছেই নেমে আসবে আকাশ'। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শারমিন্দ নীলোর্মি, সাবেক জেলা শিক্ষা অফিসার ও রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক ডা. ইকবাল হোসেন ও নতুনের শান্তি নিবাসের সিইও মাসুদুল ইসলাম। সভাপতিত্ব করেন রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সভাপতি ফারুক উদ্দিন। বক্তব্য রাখেন আরডিএর সাংগঠনিক সম্পাদক আহনাফ তাহমিদ খান রাইয়ান।