মাদারীপুরে আ'লীগের ২২ নেতাকর্মী বহিষ্কার

প্রকাশ | ১২ জুন ২০১৯, ০০:০০

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
মাদারীপুরে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোলস্না -যাযাদি
মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী (নৌকা প্রতীক) কাজল কৃঞ্চ দে এর বিপক্ষে নির্বাচনী কাজ করায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের ২২ জন নেতাকে সাময়িক বহিষ্কার ও শোকজ করে জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার দুপুরে শহরের পুরান বাজার জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ তথ্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোলস্না। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামীলীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোলস্না জানান, আগামী ১৮ জুন মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে। অপর দিকে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের ছোট ভাই এ্যাড. ওবাইদুর রহমান খান কালুও বিদ্রোহী প্রার্থী হন। এতে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নেন জেলা ও উপজেলা আওয়ামীলীগের কিছু নেতা-কর্মী। পরে তাদের কারণ দর্শাণোর জন্যে বলা হলেও কোন জবাব নেয়নি। পরে গত ১০ জুন কার্য নির্বাহী কমিটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সদর উপজেলা আওয়ামী লীগের ১৬ নেতা ও জেলা আওয়ামী লীগের ৬ জন নেতাকে বহিস্কার করা হয়।