চার জেলায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ পাঁচজন নিহত হয়েছে। গোপালগঞ্জের মুকসুদপুর, কুমিলস্নার কটিয়াদী, কিশোরগঞ্জের হোসেনপুর ও চট্টগ্রামের বাঁশখালীতে এসব মৃতু্যর ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি জানান, মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম (৬৩) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। তিনি উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ঘেচুয়া গ্রামের মৃত ফায়েক মুন্সীর ছেলে ও দৈনিক ৭১ বাংলাদেশ পত্রিকায় সাংবাদিকতা করতেন। গত সোমবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ভাঙ্গাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ভাঙ্গাপোল নামকস্থানে মোটর সাইকেল নিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় আলী আকবর (১৫) ও মো. জুনায়েদ হোসেন (১২) নামে দুইজন স্কুল শিক্ষার্থীর মৃতু্য হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী ও উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে কয়েকটি গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ করে। ঘটনার ৪ ঘন্টা পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় নাম স্থানে।
নিহতরা হলো- মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আলী আকবর ও ষষ্ঠ শ্রেণির জুনায়েদ। আলী আকবর মধ্যপাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে এবং জুনায়েদ একই বাড়ির ফেরদৌসের ছেলে। তারা দুইজন চাচাতো ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে তারা একটি মোটর সাইকেলে করে যাচ্ছিল। ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের মধ্যপাড়া নামক স্থানে পৌঁছালে একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলী আকবর নিহত ও জুনায়েদ আহত হয়। স্থানীয়রা জুনায়েদকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃতু্য হয়।
হোসেনপুর, (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় নুহা আক্তার নামের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃতু্য হয়েছে। মঙ্গলবার উপজেলার গোবিন্দপুর চৌরাস্তার পূর্বপাশে প্রাপ্তি আইডিয়াল স্কুলের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত নুহা আক্তার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে ও প্রাপ্তি আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, দুপুরে নুহা গোবিন্দপুর চৌরাস্তার পূর্ব পাশে প্রাপ্তি আইডিয়াল স্কুলের সামনে পাকা রাস্তা পার হওয়ার সময় গোবিন্দপুর চৌরাস্তাগামী অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃতু্য হয়।
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের বাঁশখালীতে বাসের চাকায় পিষ্ট হয়ে মণিকা আক্তার (১৪) নামে এক সিএনজি যাত্রী কিশোরীর মৃতু্যর ঘটনা ঘটেছে। মঙ্গলবার বাঁশখালীর প্রধান সড়কের বৈলছড়ি চেচুরিয়া হাবিবের দোকান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোরী মহেশখালী উপজেলার মাতারবাড়ি রাজঘাট এলাকার ৩নং ওয়ার্ডের নাছির উদ্দিনের মেয়ে।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, 'ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারর করে থানা মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।