সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১৩ জুন ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
জরিমানা আদায় অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা কিশোরগঞ্জের হাওর অধু্যষিত অষ্টগ্রাম উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জানা যায়, বুধবার দুপুরে উপজেলার সদর বাজারের শ্যামা মেডিকেল হল মালিককে ৫ হাজার টাকা ও কাস্তুল বাজারের বিপুল ঘোষের মিষ্টির দোকানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশার (ভূমি) মুহাম্মদ আশরাফুল আলমের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ক্যাটের মানববন্ধন স্টাফ রিপোর্টার, পিরোজপুর জেলার ইন্দুরকানীতে চলতি অর্থবছরের বাজেটে তামাক ও তামাকজাত দ্রব্যের ওপর সর্বোচ্চ কর আরোপের দাবিতে তামাক, মাদক, জঙ্গিবিরোধী জোটের (ক্যাট) আহ্বানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলার ইন্দুরকানী বাজারে তামাক, মাদক, জঙ্গিবিরোধী জোটের সভাপতি কমরেড মেহেদি হাসান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র মিশনের কেন্দ্রীয় সভাপতি সালমান খান বাদশা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন সেলিম প্রমুখ। আলোচনা সভা কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ- কোটালীপাড়া এপির সহযোগিতায় ও স্থানীয় সাংবাদিকদের আয়োজনে শিশু সুরক্ষায় সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বুলু আলোচনা সভাটি উদ্বোধন করেন। ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির ম্যানেজার সিলভিয়া ডেইজির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস, অশোক কর্মকার, শিশু সাংবাদিক জয় সেন, বিথি বাইন, প্রান্ত গাইন প্রমুখ। প্রশিক্ষণ উদ্বোধন পলাশ (নরসিংদী) সংবাদদাতা বেকারমুক্ত ও প্রযুক্তিনির্ভর দেশ গড়ার লক্ষ্যে নরসিংদীর পলাশে ভ্রাম্যমাণ ভ্যানে ১ মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। যুব উন্নয়ন অধিদপ্তরাধীন টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব) শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় এই কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হবে। বিজ্ঞান মেলা পাবনা প্রতিনিধি পাবনায় 'বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি' এ প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড। মঙ্গলবার সকালে রাধানগর মজুমদার (আরএম) একাডেমি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসন আয়োজিত তিনদিনব্যাপী এ মেলাটির উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার নুর-উর-রহমান। জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগের সহযোগী অধ্যাপক ড. খায়রুল আলম প্রমুখ। দোয়া মাহফিল মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা দৈনিক যায়যায়দিন পত্রিকার ডেপুটি ম্যানেজার মো. নূরুল হকের মায়ের রূহের মাগফেরাত কামনা করে পিরোজপুরের মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাবে মঙ্গলবার রাতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) জুলফিকার আমীন সোহেল, সাধারণ সম্পাদক মো. কামরুল আকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল বুলেট, অর্থ সম্পাদক মিজানুর রহমান হানিফ, প্রচার সম্পাদক মো. মাসুম ফরাজি, ক্রীড়া সম্পাদক রহমান আল নোমান, কার্যকরী সদস্য শামসুদ্দোহা প্রিন্স, মো. এজাজ চৌধুরী, জয়ন্ত মজুমদার, পংকজ মিত্র। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রহমান। প্রস্তুতি সভা শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফরিদ উল্যাহ চৌধুরী, সহকারী কমিশনার ভূমি উম্মে হাবিবা মীরা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আহসান উল্যাহ চৌধুরী, অধ্যক্ষ মিজানুর রহমান, অধ্যক্ষ দেলোয়ার হোসেন প্রমুখ। প্রকল্প কর্মশালা গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জে সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প শীর্ষক কমশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী গোপালগঞ্জ জেলা মৎস্য প্রশিক্ষণ ইসস্টিটিউট হলরুমে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার প্রধান অতিথি থেকে এ কর্মশালার উদ্বোধন করেন। গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আজিজ আল মামুন, সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের উপপরিচালক মনিষ চন্দ্র মন্ডল প্রমুখ। মতবিনিময় সভা দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা নেত্রকোনার দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানমের সঙ্গে স্থানীয় সংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও ফারজানা খানম এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা-পর্যালোচনা শেষে সকল সংবাদকর্মীর সহযোগিতা কামনা করেন। এ সময় অন্যদের মধ্যে আলোচনা করেন প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, সাবেক সভাপতি মো. মোহন মিয়া, সাহাদাত হোসেন কাজল প্রমুখ। দিনব্যাপী কর্মশালা রামগঞ্জ (লক্ষ্ণীপুর) সংবাদদাতা লক্ষ্ণীপুরের রামগঞ্জে স্থানীয় পর্যায়ে টেকশই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দিনব্যাপী কর্মশালায় অনুষ্ঠিত হয়। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্ণীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন রামগঞ্জ উপজেলা পষিদ চেয়ারম্যান আলহাজ মনির হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী প্রমুখ। দিনব্যাপী ধান ক্রয় ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপায় কৃষকের নিকট থেকে সরাসরি ধান ক্রয় করছের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উসমান গনি। বুধবার দিনব্যাপী সারুটিয়া ইউনিয়নের মৌবন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ধান ক্রয় করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সনজয় কুমার কুন্ডু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোজাম্মেল হক, ওসি এল এস ডি নরুন্নবী প্রমুখ। \হশৈলকুপায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি জানান, যে কোনো মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে ধান ক্রয় করা হবে না। প্রকৃত কৃষক যাদের ঘরে ধান আছে শুধু তারাই ধান বিক্রয় করতে পারবেন। অবহিতকরণ সভা শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা শ্রীবরদীতে মর্যাদাপূর্ণ ও টেকসই আর্থ সামাজিক উন্নয়ন (সিড্‌স এস-এফ) কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কারিতাস সিডস্‌ এসএফ প্রকল্প শ্রীবরদীর আয়োজনে উপজেলা পরিষদ হলরুম সোমেশ্বরীতে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম। সুফল-২ এর জুনিয়র কর্মসূচি কর্মকর্তা সুরঞ্জন রাকসামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি সরকার, সিংগাবরুনা ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক মজনু প্রমুখ। মতবিনিময় সভা বেতাগী (বরগুনা) সংবাদদাতা বরগুনার বেতাগীতে প্রাণিসম্পদ উন্নয়ন শীর্ষক প্রকল্প কার্যক্রমের উপজেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজনে বুধবার সকাল সাড়ে ১০ টায় ইউএনও'র সম্মেলন কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক ডা. কানাই লাল স্বর্ণকার। উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকানের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী অফিসার মো. রাজীব আহসানের সঞ্চলনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম, সহকারী প্রকল্প পরিচালক ডা. এসএম জিয়াউল হক রাহাত, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম প্রমুখ।