কুড়িগ্রামে তাপদাহে জনজীবন অতিষ্ঠ

প্রকাশ | ১৩ জুন ২০১৯, ০০:০০

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে প্রচন্ড তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। দেখা দিয়েছে ঘরে ঘরে ডায়রিয়াসহ ভাইরাসজনিত জ্বরের প্রকোপ। প্রতিদিনই এসব রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালসহ জেলার উপজেলা স্বাস্থ্যকমপেস্নক্সগুলোতে ভর্তি হচ্ছে শত শত রোগী। অস্বাভাবিক গরমে নেই কোথাও স্বস্তি। জেলার রাজারহাট উপজেলা আবহাওয়া অফিস জানায়, বুধবার সকালে তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে দুপুর গড়িয়ে গিয়ে দিনের তাপমাত্রা ক্রমেই বাড়তে থাকে। রাত দুপুর পর্যন্ত প্রচন্ড গরম অনুভূত হয়। এতে খেটে খাওয়া ও সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ, শিশু ও বৃদ্ধরা পড়েছে বিপাকে এবং তাদের মধ্যেই এ গরমে রোগে বেশি আক্রান্ত হচ্ছে।