চবি কর্মচারী কারাগারে

প্রকাশ | ১৩ জুন ২০১৯, ০০:০০

চবি প্রতিনিধি
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে হাটহাজারী থানায় দায়েরকৃত মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক কর্মচারীকে আটক করা হয়েছে। আটককৃত নিবারণ বড়ুয়া বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখায় কর্মরত। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পুলিশ তাকে আটক করে বলে জানা যায়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দিন জাহাংগীর। এর আগে গত ২৯ মে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও বঙ্গবন্ধু পরিষদ চবি শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান বাদী হয়ে হাটহাজারী থানায় ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনে এই মামলা দায়ের করেন। মামলায় নিবারণ বড়ুয়াকে আসামি করা হয়। জানা যায়, গত ২২ মে ফেসবুকে 'অবশেষে জায়নামাজ কাত হয়ে পড়ে গেল' লিখে নিবারণ বড়ুয়া একটি স্ট্যাটাস দেন।।