ভাষা শহীদদের স্মরণে সিআইইউতে নানা কর্মসূচি পালিত

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

চট্টগ্রাম বু্যরো
চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) ভাষা শহীদদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে। দেশের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। শুক্রবার একুশের প্রথম প্রহরে মহান ভাষা শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও স্মৃতি চারণের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। সিআইইউ'র জাতীয় দিবস উদযাপন কমিটির সহ-আহ্বায়ক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ড. রুবেল সেন গুপ্তের সঞ্চালনায় মুক্তআলোচনায় অংশগ্রহণ করেন কমিটির আহ্বায়ক ও ব্যবসায় অনুষদের শিক্ষক অধ্যাপক ড. নাঈম আব্দুলস্নাহ,প্রক্টর ড. ইমন কল্যান চৌধুরী ওরেজিস্ট্রার আনজুমান বানু লিমা প্রমূখ। আলোচনা সভায় বক্তারা মাতৃভাষা রক্ষায় মহান ভাষা শহীদদের অবদান গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং সেইসাথে বিদেশী ভাষা শিক্ষার পাশাপাশি মাতৃভাষা বাংলার শুদ্ধচর্চার প্রতি গুরুত্বারোপ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।