যৌথ বাহিনীর বিশেষ অভিযান 'অপারেশন ডেভিল হান্টে' চার জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে ২১, হবিগঞ্জে একজন, খুলনায় ৪ জন ও নীলফামারীর সৈয়দপুরে দুইজনকে গ্রেপ্তার করা হয়। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
চট্টগ্রাম বু্যরো জানায়, চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার দিবাগত রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা, বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও পেনাল কোডের বিভিন্ন ধারায় দায়ের হওয়া একাধিক মামলার আসামিরাও রয়েছেন।
হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জের মাধবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মিজানুর রহমানকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলস্নাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারক মিজানুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। তিনি ছাতিয়াইন ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।
খুলনা প্রতিনিধি জানান, খুলনা সদর থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম শনিবার রাতে পিকচার প্যালেস মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময়ে একটি ট্রাক এবং কাভার্ড ভ্যান তলস্নাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার ও ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- লবনচরা থানার দারোগাভিটা এলাকার আল আমিন (৩০), মোড়েলগঞ্জ থানার পাতাবাড়িয়া কালীবাড়ি বাজারের আল মামুন আজগর (২৫), রাজবাঁধের পূর্ব বিলপাবলা গ্রামের হাবিব তালুকদার (২৫) এবং ফকিরহাট থানার পিলজংগা গ্রামের নিতাই বাড়ৈই (২৫)।
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর সৈয়দপুরে ডেভিল হান্ট অপারেশনের আওতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুলাই আগস্ট গণ-অভু্যত্থানে নাশকতার অভিযোগে দায়ের হওয়া মামলায় পুলিশ আ'লীগের অঙ্গ-সংগঠন উপজেলা কৃষকলীগের তথ্য ও গবেষণা সম্পাদক দুলাল হোসেন (৩৫) ও আওয়ামী লীগ কর্মী হানিফ (৩০)কে শনিবার শহরের ইসলামবাগ চিনি মসজিদ এলাকা থেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।