নোয়াখালীতে ব্যবসায়ীকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ
প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
স্টাফ রিপোর্টার, নোয়াখালী
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীকে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। নিহত আব্দুস সাত্তার (৩৬) রসুরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফরাজি বাড়ির মজিবুল হকের ছেলে।
রোববার সকালে আম গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে নিহতের অভিযোগ।
নিহতের স্বজনরা জানিয়েছেন, আব্দুস সাত্তার নোয়াখালী প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে কাপড়ের ব্যবসা করতেন। গত শনিবার মধ্যরাতে কে বা কারা তাকে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর ভোর ৪টার দিকে বাড়ির সামনের একটি গাছের সাথে তার ঝুলন্ত মরদেহ দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান বলেন, এ ঘটনায় নিহতের স্বজনদের অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহের ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে। থানায় অপমৃতু্যর মামলা হয়েছে।