'বাংলাদেশ সম্প্র্রদায়িক সম্প্র্রীতির দেশ'
প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের সাবেক হুইপ ও জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী বলেছেন, 'বাংলাদেশ সম্প্রদাযিক সম্প্রীতির দেশ। হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান মার্মা সকলেই আমরা মানুষ। আমাদের একটাই পরিচয় সবাই বাংলাদেশী। এখানে সংখ্যালঘু বলতে কেউ নেই।' রত্না পালং ইউনিয়নের ভালুকিয়া পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান অরবিন্দু বড়ুয়া।
এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বাবু পরিমল বড়ুয়া ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি উৎপল বড়ুয়া, কক্সবাজার জেলা বিএনপির সদস্য সাবের আহমদ ও ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী জানে আলম।
এ সময় বৌদ্ধ সমাজ কমিটি, মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও বৌদ্ধ ভিক্ষু উপস্থিত ছিলেন।