'সংস্কার ছাড়া নির্বাচন দিলে ফ্যাসিবাদ ফিরে আসবে'

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

ফরিদপুর প্রতিনিধি
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, 'বাংলাদেশকে গড়তে হলে আমাদের ঔক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বর্তমান সরকার যদি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দিকে ফিরিয়ে নিতে চান তাহলে বিগত ফ্যাসিবাদী সরকার যে দেশকে অচলাবস্থা করেছিল সেটার প্রয়োজনীয় সংস্কার দরকার। সংস্কার ছাড়া নির্বাচন দিলে আবারো ফ্যাসিবাদ ফিরে আসবে।' গত শনিবার বিকেলে ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অন্তবর্তী সরকারকে উদ্দেশ্যে করে হামিদুর রহমান আযাদ বলেন, জনগনের দুর্ভোগ লাঘবে আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। তারপর জাতীয় সংসদ নির্বাচন। সংসদে সংখ্যানুপাতিক আসন বিন্যাস করতে হবে। নির্বাচন ব্যবস্থার মধ্যে বিগত সরকারের দুর্নীতিবাজদের বিচার করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার এসেছিল বৈষম্য দূর করতে, এখানো বৈষম্যমুক্ত হয়নি দেশ। আইনের দৃষ্টিতে সকল নাগরিকের অধিকার সমান। সংবিধানের ২৭ নম্বর অনুচ্ছেদ কার্যকর হয়নি এখনো। ফরিদপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও বোয়ালমারী পৌর জামায়াতের আমীর মাওলানা সৈয়দ নিয়ামুল হাসানের সঞ্চালনায় জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ দেলোয়ার হুসাইন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য শামসুল ইসলাম আল-বরাটী, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মাদ বদরুদ্দীন, সেক্রেটারি জেনারেল আব্দুল ওহাব, ফরিদপুর-১ আসনের জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. ইলিয়াস মোল্যা, জেলা নায়েবে আমীর আবু হারেস মোল্যা প্রমুখ।