আশুলিয়ায় গ্যাসের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ কর্মসূচি
প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
আশুলিয়ায় দীর্ঘ ১৬ বছরে ধরে প্রতি মাসে বিল দিয়েও চুলায় গ্যাস না পাওয়ার অভিযোগে গ্যাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
রোববার আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে এই মানববন্ধন করেন তারা। পরে একটি বিক্ষোভ ও মিছিল নিয়ে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন শাখা অফিসের সামনে গিয়ে সমাবেত হন। এ সময় রমজানের আগে গ্যাসের ব্যাবস্থা না করা হলে তিতাস অফিস ঘেরাও সহ কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, 'আয়নাল মার্কেট, হক মার্কেট, শেরআলী মার্কেট, আড়িয়ার মোড় এলাকায় কয়েক লাখ লোকের বসবাস। একদিকে আমরা বৈধ সংযোগ ব্যবহার করছি ও প্রতিমাসে বিল দিয়ে যাচ্ছি, বিনিময়ে দীর্ঘ ১৬ বছর ধরে বাসাবাড়িতে গ্যাস পাচ্ছি না। অন্যদিকে কতিপয় লোক, অসাধুদের যোগসাজশে টাকার বিনিময়ে অবৈধ সংযোগ দিয়ে হাতি নিচ্ছে লাখ-লাখ টাকা এবং অবৈধ ব্যবহারকারীরা ঠিকমত গ্যাস পাচ্ছে। অথচ, বৈধ ব্যবহারকারীরা গ্যাস পাচ্ছে না। এমতাবস্থায় রমজানের আগে যদি গ্যাসের সমাধান না করা হয়, তাহলে আমরা কঠোর আন্দোলনে করব।'
ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল হোসেনের নেতৃত্বে কফিল মন্ডল, শওকত শিকদার, আবু রাসেল, শামসুল আলম, আলম হোসেন ও মো. পাখিসহ কয়েকশ' বাড়িওয়ালা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
সবশেষে তিতাস কর্তৃপক্ষের কাছে এলাকার বাড়িওয়ালাদের স্বাক্ষরিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।