ধর্মীয় ও সাংস্কৃতিক চাহিদা পূরণে ভূমিকা রাখবে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র :ধর্ম উপদেষ্টা

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থানীয় জনগণের ধর্মীয় ও সাংস্কৃতিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে ইসলামের সঠিক শিক্ষা ও সংস্কৃতি প্রচারের মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে। নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকাল ১০টায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নিচতলায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন। তিনি ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জেলা প্রশাসক নওগাঁ মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামাল হোসেনের সঞ্চালনায় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উলেস্নখ্য, এই মডেল মসজিদে একসঙ্গে অনেক মুসলিস্ন নামাজ আদায় করতে পারবেন এবং এতে আধুনিক সকল সুবিধা সংযোজিত হয়েছে। ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামী শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে এবং এটি ধর্মীয় ও সামাজিক উন্নয়নে একটি মাইলফলক হিসেবে কাজ করবে। গেস্ট অপ অনার ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (উন্নয়ন) মো. সাজ্জাদুল হাসান,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আল মামুন হক, পুলিশ সুপার নওগাঁ (সাময়িক দায়িত্বে) মো. গাজিউর রহমান, ইসলামিক ফাউন্ডেশন নওগাঁর উপপরিচালক মো. মারুফ রায়হান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজু, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, উপজেলা জামায়াত ইসলামী আমীর ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খবিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার, সাটিফিকেট অফিসার মো. এমদাদুল হক, প্রশাসনিক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, সহকারী প্রশাসনিক অফিসার মো. আহসান হাবিব নাঈম প্রমুখ।