সাঘাটায় সংবাদ সম্মেলন
প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের ফলিয়া দীঘর গ্রামের মৃত আব্দুল কদ্দুস আকন্দের ছেলে মনজুর হাসান সুমন শনিবার সন্ধ্যায় সাঘাটা প্রেস ক্লাবে লিখিত বক্তব্যের মাধ্যমে সংবাদ সম্মেলন করেন।
তিনি লিখিত বলেন, 'বিগত ২৩/১২ /১৯৮৯ তারিখে ৫৪০৩ কবলা দলিল মূলে আমরা তিন ভাই মিলে ২২ শতাংশ জমি ক্রয় করি। কিন্তু তিন ভাইয়ের মধ্যে শরিফুল ইসলাম ও বিটুল মিয়ার অংশের জমি সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান রিপনের নিকট বিক্রয় করেন। আমি মনজুর হাসান সুমন আমার অংশের জমি বিক্রি করেন নাই। আমার নামীয় অংশের জমি জোরপূর্বক বেদখল করার পাঁয়তারা করে। এ ব?্যাপারে আদালতে অভিযোগ দায়ের করি। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা ২০ ডিসেম্বর ২০২৪ ইং আমার বসত বাড়িতে হামলা চালায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাই টিভি জেলা প্রতিনিধি আফতাব হোসেন, যায়যায়দিন উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন রানা, দৈনিক জনসংকেত উপজেলা প্রতিনিধি জাকিরুল ইসলাম প্রমুখ।