ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ট্রাস্টি নাহিদ হাসানের বিরুদ্ধে মামলা

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

কুড়িগ্রাম ও চিলমারী প্রতিনিধি
ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগ তুলে শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ডের ট্রাস্টি নাহিদ হাসান নলেজের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সোমবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশাহেদ খান। এর আগে রোববার কুড়িগ্রামের চিলমারী থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। নাহিদ হাসান নলেজ চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা মিস্ত্রীপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি পেশায় শিক্ষক, সংগঠক, এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের বোর্ড ট্রাস্টি। মামলার বাদীর নাম গোলাম মোস্তফা। তিনি চিলমারীর থানাহাট ইউনিয়নের ছোটকুষ্টারি গ্রামের বাসিন্দা। মামলায় নাহিদ হাসানের বিরুদ্ধে 'ধর্মীয় অনুভুতিতে আঘাত' দিয়ে জনরোষ সৃষ্টি এবং সাইবার নিরাপত্তা আইনে অভিযোগ আনা হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যায় নাহিদ হাসানকে 'রাসূল (সা.)কে অবমাননাকারী' আখ্যা দিয়ে তার গ্রেপ্তার ও শাস্তির দাবি তুলে চিলমারীতে বিক্ষোভ মিছিল করে 'তৌহিদী মুসলিম জনতা'। নাহিদ হাসান ফেসবুকে পোস্টের মাধ্যমে এই 'অবমাননা' করেছেন বলে দাবি করেন বিক্ষোভকারীরা। একই দাবিতে রোববার সন্ধ্যায় আবারও মিছিল করেন বিক্ষোভকারীরা। তবে বিক্ষোভকারীদের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন নাহিদ হাসান। আকবার।'ত্ব-হার ওই পোস্টটির স্ক্রিন শর্ট শেয়ার করে নাহিদ হাসান ক্যাপশনে লিখেছিলেন 'কওমী জননী ডাকা কুলাঙ্গাররা হত্যার হুমকি দিয়েই চলছে। এদের গ্রেপ্তার করা হবে না?' তবে 'তৌহিদী মুসলিম জনতার' সমালোচনা ও প্রতিবাদের মুখে কিছু সময় পর পোস্টটি সরিয়ে নেন নাহিদ। কিন্তু ততক্ষণে পানি বহুদূর গড়িয়ে যায়। শেয়ার করা পোস্টের ক্যাপশনটি 'রাসূল (সা.) কে অবমাননার' শামিল আখ্যা দিয়ে নাহিদ হাসানকে গ্রেপ্তার ও শাস্তির দাবি তোলে আন্দোলকারীরা। এ নিয়ে বিক্ষোভ মিছিল করে প্রশাসনকে আল্টিমেটামও দেওয়া হয়। পরে রোববার চিলমারী থানায় নাহিদ হাসানের বিরুদ্ধে মামলা করা হয়। তবে বিক্ষোভকারীদের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন নাহিদ হাসান। তিনি বলেন, 'আমি নিজে একজন বিশ্বাসী মুসলিম। আমি চ্যালেঞ্জ করছি, আলস্নাহ ও প্রিয় রাসূলের বিরুদ্ধে কোথাও কিছু লিখেছি এটা কেউ দেখাতে পারবে না। এমন কিছু কখনো বলিনি, লিখিনি। তাই কেউ দেখাতেও পারবে না।' ফেসবুকে পোস্ট দেওয়া ও পরে সরিয়ে নেওয়া প্রশ্নে নাহিদ বলেন, 'গণঅভু্যত্থানকে ব্যর্থ করা, প্রিয় মাতৃভূমিকে অস্থিতিশীল করতে চাওয়া একটি পক্ষের আইন হাতে তুলে নিতে চাওয়ার বিপক্ষে আমি মত দিয়েছি।' চিলমারী থানার ওসি মুশাহেদ খান বলেন, মামলা নথিভুক্ত হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।