গাংনীতে ভ্যানচালক হত্যার ঘটনায় মামলা, খুনিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনীর করমদি গ্রামের ভ্যান চালক আতিয়ার রহমান হত্যাকান্ডের ঘটনায় গাংনী থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। সোমবার সকালে মামলাটি করেন আতিয়ার রহমানের স্ত্রী জুলেখা খাতুন। মামলায় অজ্ঞাতদের আসামী করা হয়। এদিকে হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকাল সাড়ে দশটার দিকে গাংনী উপজেলার দেবীপুর বাজারে এ মানব বন্ধন করা হয়। মানববন্ধনে আতিয়ার রহমান হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়।
উলেস্নখ্য, গত শনিবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন ভ্যানচালক আতিয়ার রহমান। পরদিন রোববার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার ছাতিয়ান-বাদিয়াপাড়া সড়কের পাশের একটি কলা বাগান থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।