ঈশ্বরদীতে রাতের অন্ধকারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মঞ্চ ভাঙলো দুর্বৃত্তরা
প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে দাশুড়িয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য তৈরি করা মঞ্চ রাতের অন্ধকারে ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। গত রোববার দিবাগত রাত সোয়া ১১ টায় উপজেলার দাশুড়িয়া বাজারস্থ মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে মঞ্চ ভাঙ্গার এ ঘটনা ঘটে। বিদ্যালয় সূত্রে জানা যায়, আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমন্ত্রিত অতিথিদের আমন্ত্রণের বিষয়ে পক্ষপাততুষ্ট এবং অসামজস্য থাকার কারনে ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ করতে কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিদ্যালয়ের নৈশ প্রহরী মিরাজুল ইসলাম জানান, ঘটনারদিন রাত সোয়া ১১ ঘটিকায় ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ দল বিদ্যালয় মাঠে আসে এবং অতর্কিত ভাবে তারা সদ্য তৈরী করা ক্রীড়া প্রতিযোগিতার মঞ্চটি ভেঙে চলে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী বলেন, রাতে নৈশ প্রহরির মারফতে বিদ্যালয়ের মাঠে তৈরি করা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মঞ্চটি ভাঙার খবর জানতে পেরে বিদ্যালয়ে আসি। বিষয়টি ঈশ্বরদী থানা পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মঞ্চটি ভাঙার কারনে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ ঘোষণা করা হয়েছে।