লোহাগাড়া ও কলাপাড়ায় ভাতিজার হাতে চাচার মৃতু্য
চাঁদপুরে বাসা থেকে দম্পত্তির ঝুলন্ত লাশ উদ্ধার গাজীপুরে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার
প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
স্বদেশ ডেস্ক
চট্টগ্রামের লোহাগাড়ায় জমি বিরোধের জেরে আর পটুয়াখালীর কলাপাড়ায় কলা গাছ কাটা নিয়ে বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃতু্য হয়েছে। এদিকে, চাঁদপুরে ফ্লাটবাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত ও গাজীপুরে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের লোহাগাড়ায় ভাতিজার হাতে চাচা খুন হওয়ার খবর পাওয়া গেছে। জমি বিরোধকে কেন্দ্র করে ভাতিজা মুজিবুর রহমানের লাঠির আঘাতে চাচা মাহমুদুল হকের (৬৬) মৃতু্য হয়।
নিহত মাহমুদুল হক পদুয়া ইউনিয়নের আলী সিকদারপাড়ার মৃত চাঁন মিয়ার ছেলে। ভাতিজা মুজিবুর রহমান (৪০) একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। মঙ্গলবার সকাল ১০টায় পদুয়া ইউনিয়নের আলী সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মাহমুদুল হকের বাড়ির পাশের জায়গার মালিকানা নিয়ে তার ভাই মোহাম্মদ আলীর সঙ্গে বিরোধ চলছিল। মুজিবুর স্বজনদের নিয়ে বিরোধীয় জায়গাটি দখলে নেওয়ার চেষ্টা করলে মাহমুদুল সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার তথা পদুয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলীকে ডেকে আনেন।
মেম্বার লিয়াকত আলী জানান, ঘটনাস্থলে গিয়ে জায়গার মালিকানা নিয়ে ঝগড়া-বিবাদ না করে কাগজপত্র নিয়ে বৈঠকে বসার জন্য উভয় পক্ষকে পরামর্শ দেন। এরপর তিনি ঘটনাস্থল ত্যাগ করে চলে আসতেই নিহতের ভাতিজা মুজিবুর রহমান লাঠি দিয়ে চাচাকে আঘাত করে। স্বজনরা মাহমুদুল হককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর কলাপাড়ায় কলাগাছ থেকে কলা কেটে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ভাতিজা রাজা মিয়ার লাঠির আঘাতে চাচা বেলায়েত হাওলাদারের (৬৫) মৃতু্য হয়েছে। গত সোমবার উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপেস্নক্সে ভর্তি করার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকা নেওয়ার পথে তার মৃতু্য হয়।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে চাচা-ভাতিজার মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকাল দশটার দিকে রাজা বিরোধপূর্ন জমির একটি কলা গাছ থেকে বেশকিছু কলা কেটে নিয়ে যায়। বেলায়েত ওই কলা ফেরত আনতে গেলে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা হয়। একপর্যায়ে রাজা মিয়া বেলায়েতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে আঘাত করে।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রাজাকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরে ফ্লাটবাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীর লাশ ফ্লোরে ও স্বামীর লাশ রুমের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। দুপুরে চাঁদপুর শহরের ১০ নং ওয়ার্ড পালপাড়া শাহজাহান পাটোয়ারীর বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জিন্নাত আলীর ছেলে সবুজ আহমেদ (৪০) ও তার স্ত্রী শিউলী আক্তার (৩৫)।
ভবনের মালিক শাহজাহান পাটোয়ারী জানান, 'দুপুরে শিউলী আক্তারের মা দরজা খোলা না পেয়ে আমাদের জানায়। পরে ৯৯৯ কল দিয়ে পুলিশকে অবগত করা হয়। পরবর্তীতে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।'
চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কারণে স্বামী স্ত্রীর আত্মহত্যার ঘটনা করতে পারে। এ ঘটনায় অপমৃতু্য মামলা প্রক্রিয়াধীন রয়েছে।'
গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুর মহানগরীর ধীরাশ্রম রাহাপাড়া এলাকায় হাবিবুর রহমান (৪২) নামে একজন অটোচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার তার মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, অটো ছিনতাই করে তাকে হত্যা করা হয়েছে।
নিহত হাবিবুর রহমান জামালপুরের মেলান্দহ থানার উখরাদার গ্রামের আব্দুল বারেকের ছেলে। তিনি পূবাইল থানাধীন মেঘডুবি জিয়ার বাড়িতে ভাড়া থেকে অটো চালাতেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সকাল পৌনে ১০টার দিকে পূর্ব ধীরাশ্রম রাহাপাড়া আলী হাজির বাড়ির পাশে গলাকাটা মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে লোকজন সদর থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার ও পরিচয় শনাক্ত করে।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, মৃতু্যর সঠিক কারণ জানা যায়নি। তিনি অটো চালাতেন। ধারণা করা হচ্ছে, অটো ছিনতাইজনিত কারণে এ ঘটনা ঘটেছে।