দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি -যাযাদি
উপজেলা প্রকৌশলীদের উপর অব্যাহত হামলা ও হুমকির প্রতিবাদে বুধবার বেলা ১১ টায় জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চক্বরে প্রকৌশলীদের মানববন্ধন ও কর্মবিরতি কর্মসুচি পালন করা হয়েছে।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার উপজেলা প্রকৌশলী জহীর মেহেদী হাসানের উপর তার অফিস কক্ষে সন্ত্রাসী হামলা, ভাংচুর এবং তাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে এবং সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার উপজেলা প্রকৌশলীসহ তার সহকর্মীদের উপজেলা প্রকৌশলীর অফিসকক্ষে তালাবদ্ধ করে হয়রানি ও ভয়ভীতি দেখানোর প্রতিবাদে এ কর্মসুচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জয়পুরহাট সদর উপজেলা প্রকৌশলী সামিন শারার ফুয়াদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।
মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন সময় উপজেলা প্রকৌশলীসহ তাদের অধস্তন সহকর্মীদের উপর বার বার সন্ত্রাসী হামলা এবং উপজেলা প্রকৌশলীগণের জীবনের নিরাপত্তা প্রদান এবং কর্মক্ষেত্রে সকল স্তরের কর্মচারিগণের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে এই মানববন্ধন এবং অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়।
শরীয়তপুর প্রতিনিধি জানান, 'বোন তোমার ভয় নাই, ভাই তোমার মরে নাই' এই স্স্নোগানকে সামনে রেখে, দেশব্যাপী ধর্ষণ, খুন, ছিনতাই, ডাকাতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শরীয়তপুর পলিটেকনিক ইন্সটিউটের শিক্ষার্থীরা। বুধবার সকালে সদর উপজেলার বুড়িরহাট এলাকায় পলিটেকনিক ইন্সটিউটের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে থেকে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে ইন্সটিউটের ক্যাম্পাসে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় তারা অতি দ্রম্নত দেশের আইন-শৃঙ্খলা ফিরিয়ে এনে সন্ত্রাস, চাঁদাবাজ ও ধর্ষণকারীদের গ্রেপ্তার করে দেশে শান্তি ফিরিয়ে আনার দাবি জানান।