চন্দনাইশ দ্বিতীয় স্বামীর হাতে প্রথম স্বামী খুন

প্রকাশ | ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে স্ত্রীর দ্বিতীয় স্বামী মহিবুলস্নাহর হাতে প্রথম স্বামী শহীদুল ইসলাম খুন হওয়ার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। এ ণব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। নিহত শহীদুল ইসলাম উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মায়ানিমুখ এলাকার আবু ছালেহর ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। পারিবারিক সূত্রে ও ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, শহীদুল ইসলাম গত কয়েক বছর আগে পারিবারিকভাবে মহেশখালী এলাকার তাছলিমা আক্তারকে বিয়ে করেন। কয়েক মাস পূর্বে তাছলিমার সঙ্গে পরিচয় হয় দিনমজুর মহিবুলস্নাহর। এক পর্যায়ে তারা পরকীয়ায় জড়িয়ে পড়েন। দুই মাস আগে তাছলিমা তার স্বামী শহীদুলকে তালাক দিয়ে মহিবুলস্নাহকে বিয়ে করেন। বুধবার দুজনেই আলাদাভাবে জঙ্গলে কাজে যান। অতীতের জের ধরে তাদের মধ্যে ঝগড়া হয়, দুপুরে মহিবুলস্নাহকে আহত অবস্থায় পালিয়ে যেতে দেখেন স্থানীয়রা। সারাদিন শহীদুল বাড়িতে না আসায় স্বজনরা সন্ধ্যা ৭ টার দিকে তাকে খুঁজতে বের হলে জঙ্গলে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চন্দনাইশ থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান জানান, থানায় মামলা হয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।