কুড়িগ্রামের ফুলবাড়ীতে গণধর্ষণের অভিযোগে গ্রেফতাকৃত ৫ জন -যাযাদি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পাপশ্ববর্তী আরডিআরএস বাজার সংলগ্ন এলাকায় দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে যাওয়া এক গৃহবধূকে সংঘবদ্ধ গণধর্ষণের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
ধর্ষণের একজন সহযোগীসহ ৫ জন গ্রেফতারকৃতরা হলেন- কুড়িগ্রামের হলোখানা সংলগ্ন বাংলা বাজার এলাকার ইয়াকুব আলী (৩৫), ফুলবাড়ী উপজেলার চরবড়লই গ্রামের মৃত-ইলিম উদ্দিনের ছেলে লাল মিয়া (৪০), একই গ্রামের আব্দুর রহমানের ছেলে আলিম পরীক্ষার্থী সোহেল রানা (২০), ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা বালাটারী গ্রামের জহুরুল হকের ছেলে মইনুল হক (২২), একই গ্রামের একরামুল হকের ছেলে হাসানুল হক (২৪)। চর বড়লই গ্রামের গ্রামের আফজাল সরদারের ছেলে আকিকুর রহমান (৩৫), কুড়িগ্রাম হলোখানা ইউনিয়নের ফকিরটারী গ্রামের এরশাদুল হকের ছেলে আল আমিন (২০)। পুলিশ অভিযুক্ত ৫ জনকে গ্রেফতার বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা দায়ের হয়েছে। গ্রেফতার কৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকী দুই আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করতে মেডিকেলে পাঠানো হযেছে।