আটককৃত হাবিপ্রবিদর চার কর্মকর্তা বহিষ্কার
প্রকাশ | ০১ মার্চ ২০২৫, ০০:০০
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ৪ কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত) অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত একটি অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। সাময়িক বহিষ্কার হওয়া ৪ কর্মকর্তা হলেন, বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মো. ইলিয়াস কাঞ্চন, প্রশাসনিক কর্মকর্তা মো. শাহ আলম, ফিল্ড এক্সটেনশন অফিসার (কৃষি) শেখ শাহ আসাদুলস্নাহ সালেহীন সৌরভ ও মো. রাব্বী শেখ।