ছাত্রলীগ নেতা রিমান্ডে

প্রকাশ | ০১ মার্চ ২০২৫, ০০:০০

রংপুর প্রতিনিধি
রংপুরে কোটা বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ইমরান চৌধুরী আকাশের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ২৭ ফেব্রম্নয়ারি বিকেলে রংপুর মেট্রোপলিটন আমলি আদালতের বিচারক মো. আসাদুজ্জামান শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তার ইমরান চৌধুরী আকাশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি শেখ রাসেল শিশুকিশোর ক্রীড়া চক্রের সভাপতি পদে রয়েছেন। জুলাই গণঅভু্যত্থানের পর রংপুর থেকে পালিয়ে জামালপুর জেলার ইসলামপুর চরে আশ্রয় নিয়েছিলেন আকাশ।