সৌদি যাবে খুলনা মোকামের ইলিশ
প্রকাশ | ০১ মার্চ ২০২৫, ০০:০০
খুলনা প্রতিনিধি
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতিবছর অক্টোবারে ভারতে রপ্তানী হয় উপহারের ইলিশ। তবে এবার মৌসুম শুরুর পর পর আগষ্টে সৌদিতে ইলিশ রপ্তানীর উদ্যোগ নিয়েছে মৎস্য মন্ত্রণালয়। প্রতিবেশি দেশ ভারতের চেয়ে সৌদিতে এ পন্যের মূল্য বেশি হবে বলে আশাবাদী সংশ্লিষ্ট দপ্তর। গেল বছর স্থানীয় রপ্তানীকারকরা ভারতে ইলিশ রপ্তানী করে আশানুরূপ সাফল্য না পাওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। গেল অক্টোবারে ভারতে রপ্তানীর জন্য ৫০ মেট্রিক টন করে ৪৮ টি প্রতিষ্ঠানকে এবং একটি প্রতিষ্ঠানকে ২০ মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমতি দেওয়া হয়। এ অঞ্চলের রপ্তানীকারক উলেস্নখযোগ্য প্রতিষ্ঠান গুলো হচ্ছে যশোরের সততা ফিস, লাকি এন্টারপ্রাইজ, রহমান ইমপেক্স, আচঁল এন্টারপ্রাইজ, এমএপি ইন্টারন্যাশনাল, ফারিয়া ইন্টারন্যাশনাল, নড়াইলের লাকী এন্টারপ্রাইজ, খুলনার বিশ্বাস এন্টারন্যাশনাল, লোজক রূপালী সী ফুড, সাতক্ষীরার সুমন ট্রেডার্স। প্রতিষ্ঠান গুলোর রপ্তানীর সুযোগ ছিল ২৫ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত। উলেস্নখিত প্রতিষ্ঠানগুলো এ সময়ের মধ্যে ৯৪ মেট্রিক টন ইলিশ রপ্তানী করে। বেশির ভাগ ইলিশ রপ্তানী হয় যশোরের বেনাপোল স্থল বন্দর দিয়ে। গেল অর্থ বছরে খুলনার ৪ নম্বর ঘাটস্থ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে ১৯৪ মেট্রিক টন ইলিশ বিকিকিনি হয়। এর মধ্যে ১'শ মেট্রিক টন দেশের অভ্যন্তরে বিক্রি হয়।