সিরাজদিখানে ধর্ষণের পর শিশুকে হত্যা
প্রকাশ | ০১ মার্চ ২০২৫, ০০:০০
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রথম শ্রেণিতে পড়ুয়া ফাতেমা আক্তারকে (৬) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে দেয় মাদ্রাসার পাশের পুকুরে। ঘাতক সাব্বির হত্যার দায় স্বীকার করে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সিরাজদিখান থানা পুলিশ রশুনিয়া ইউনিয়নের পশ্চিম রশুনিয়া গ্রামের ব্যাঙ্গ দিঘী নামে পুকুরের কচুরিপানার নীচ থেকে ফাতেমা আক্তারের লাশ উদ্ধার করে। এ ঘটনায় শুক্রবার ঘাতক সাব্বিরের বাড়ি ঘর ভাঙচুর করে এবং আসবাবপত্র আগুন দিয়ে জ্বালিয়ে দেয় স্থানীয়রা। শিশু ফাতেমা উপজেলার রশুনিয়া ইউনিয়নের পূর্ব রশুনিয়া গ্রামের কুয়েত প্রবাসী শহিদুল ইসলামের মেয়ে এবং রশুনিয়া মাহমুদিয়া নূরানীয়া মাদরাসার প্রথম শ্রেণীর ছাত্রী। সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন বলেন, শিশু ফাতেমাকে ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে দেওয়া হয় পাশের একটি ডোবায়। ঘাতক সাব্বিরের তথ্যমতে বৃহস্পতিবার রাত ২টার দিকে পশ্চিম রশুনিয়া গ্রামের ব্যাঙ্গ দিঘী নামে পুকুর থেকে ফাতেমার লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।