চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন সমর্থক বহিষ্কার

প্রকাশ | ০১ মার্চ ২০২৫, ০০:০০

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইলের গোপালপুরে বিএনপির দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে একই পরিবারের তিন সমর্থককে বহিস্কার করা হয়েছে। শুক্রবার গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন। বহিষ্কৃতরা হচ্ছেন- গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গাড়ালিয়া পাড়া গ্রামের কান্দু শেখের ছেলে বাবুল হোসেন, তার ভাই সেতাব আলী এবং বাবুল হোসেনের ছেলে জনি। এর আগে গত ২৬ ফেব্রম্নয়ারি(মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম রুবেল ও সাধারণ সম্পাদক কাজী লিয়াকত স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে বহিষ্কার করেন। এ বিষয়ে গোপালপুর উপজেলা বিএনপি সভাপতি মো. জাহাঙ্গীর আলম রুবেল জানান, তারা দীর্ঘদিন ধরে বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিল। পরে সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তারা দলের কোন গ্রম্নরুত্বপূর্ণ পদে ছিলেন না- বিএনপির সমর্থক ছিলেন।