কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় একজন শিশুর মৃতু্য হয়েছে। অন্যদিকে, চট্টগ্রামের চন্দনাইশে কাভার্ড ভ্যান-ট্রলি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-
কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়ায় গরু বোঝাই ট্রলির ধাক্কায় আদিলুর রহমান আদিল (১০) নামে এক শিশুর মৃতু্য হয়েছে। শনিবার দুপুর ১২টায় জেলার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আদিল একই এলাকার আশরাফুল ইসলাম বিশ্বাসের ছেলে ও নওদা বহলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা যায়, বাইসাইকেল চালিয়ে বাড়িতে আসার সময় একটি গরু বোঝাই ট্রলি আদিলকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. অমিত কুমার সাহা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, ট্রলির ধাক্কায় একটি শিশুর মৃতু্য হয়েছে। এখানো পর্যন্ত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের চন্দনাইশে কাভার্ড ভ্যানের সঙ্গে ট্রলির সংঘর্ষে রাসেল (৩০) নামে এক ট্রলি চালক নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে পৌরসভাস্থ কলঘর বরুমতি ব্রিজ এলাকায় ঘটনাটি ঘটে। নিহত রাসেল উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুস সালামের ছেলে।
এ ঘটনায় মহিউদ্দিন (২৭) ও ইয়াসিন (২৫) নামে আরও দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চমেক হাসপাতালে পাঠান।
এ ব্যাপারে চনদনাইশ থানার ওসি মো. নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।