ভৈরবে ইউএনওকে দেখে দোকান বন্ধ করে দোকানিদের পলায়ন

প্রকাশ | ০২ মার্চ ২০২৫, ০০:০০

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে আসন্ন রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর মনিটরিংয়ে বের হন ইউএনও। এমন সময় তাকে দেখে দোকান বন্ধ করে পালালেন দোকানিরা। পরে কয়েকটি মুদি দোকানে অভিযান চালিয়ে বোতলজাত সয়াবিন তৈল বাড়তি দামে বিক্রি করাসহ দোকানে মূল্য তালিকা না থাকায় দুটি দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গত শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে ভৈরব বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, ভৈরব চক বাজার, রানী বাজার এলাকায় অভিযান চালিয়ে মুদি দোকানে বোতলজাত সয়াবিন তৈল বাড়তি দামে বিক্রি ও মূল্য তালিকা না থাকায় উসমান স্টোরের মালিক রুহুল আমিনকে ৫ হাজার টাকা ও আব্দুলস্নাহ স্টোরের মালিক কবির আহমেদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।