খুলনায় মাংস বিক্রেতার চাপাতির কোপে অপর মাংস বিক্রেতার মৃতু্য

প্রকাশ | ০২ মার্চ ২০২৫, ০০:০০

খুলনা প্রতিনিধি
মাংস বিক্রির টাকা চাওয়ায় চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে অপর মাংস্‌ ব্যবসায়ীকে। ঘটনাটি ঘটেছে খুলনার রূপসা সেনেরবাজারে শুক্রবার সন্ধ্যা ৭ টায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত পোনে ১০ টায় মাংস ব্যবসায়ী আরিফের মৃতু্য হয়। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, খুলনা সদর থানার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে মাংস ব্যবসায়ী আরিফের সাথে রূপসা উপজেলার সেনের বাজার এলাকার কসাই রুবেলের আর্থিক লেনদেন ছিল। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সে মাংস বিক্রির পাওনা আড়াই লাখ টাকা চাইতে সেনের বাজারে রুবেলের দোকানে আসে। টাকা চাওয়া নিয়ে রুবেল এবং আরিফের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে রুবেল দোকানে থাকা ধারালো চাপাতি দিয়ে আরিফের মাথায় সজোরে আঘাত করে। এতে সে রক্তাক্ত জখম হয়। এ সময় স্থানীয়রা আরিফকে উদ্ধার করে দ্রম্নত খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে আরিফ মারা যায়। রূপসা থানার ওসি মাহফুজুর রহমান বলেন, অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।